কিছুদিন আগে ডেস্কটপ এর একটা থিম এর কথা
বলেছিলাম যার নাম ছিল এলিয়েন ওয়ার।আজকে আর একটা বলি এর নাম তালিস্মান ডেস্কটপ।এই ডেস্কটপ থিমটা আমার কাছে খুব ভাল লেগেছে।আশা করি আপনাদের ও ভাল লাগবে।
যদিও এর অপারেশন্টা জটিল তথাপি থিমটা এত্ত সুন্দর যে সেটাপ করেই ফেললাম।
আমার বর্তমান ডেস্কটপটা দেখেন
আর যদি পছন্দ হয় তবে ডাউনলোড করেন এই খান থেকে
ক্যাস্পারস্কাই ইন্টারনেট সিকিউরিটি ২০১০(বিনামুল্যে)
Author: orin / লেবেলসমূহ: ২০১০, ইন্টারনেট, ক্যাস্পারস্কাই, বিনামুল্যে, সিকিউরিটিক্যাস্পারস্কাই ইন্টারনেট সিকিউরিটি ২০১০(বিনামুল্যে)
আজকে কম্পিউটার এ সেট আপ করলাম প্রথম বারের মত অনেক কিছু নতুন করে সংযোজন করা হয়েছে ক্যাস্পারস্কাই এন্টিভাইরাস ২০১০ এ।
আপনারা যারা খবর রাখেন তারা জানেন যে ক্যাস্পারস্কাই এন্টিভাইরাস সেরা তিনটি এন্টিভাইরাস এর মধ্যে একটি।
এবার মূল প্রসংগে আসি কিভাবে আপনি বিনা মূল্যে ক্যাস্পারস্কাই এন্টিভাইরাস ব্যবহার করবেন । কি বিশ্বাস হচ্ছে না তাই না ইহাও সম্ভব !!
প্রথমে ক্যাস্পারস্কাই এর মূল ওয়েব সাইট হতে লেটেস্ট এন্টিভাইরাস ইঞ্জিন ডাউনলোড করে নিন।
এর পর আপনি বর্তমানে যে এন্টিভাইরাস ব্যবহার করছেন সেটিকে আন-ইন্সটল করুন এবং ক্যাস্পারস্কাই এন্টিভাইরাস সেটাপ চালিয়ে দিন ।
সেটাপ শেষ হয়ে গেলে ক্যাস্পারস্কাই এন্টিভাইরাস কে এক্টিভেট করতে হবে আর এক্টিভেট করার জন্য আপনার প্রয়োজন হবে এক্টিভেশন কী ফাইল আর এই এক্টিভেশন কী ফাইল ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে
এখানে উল্লেখ যে,কী ফাইল হতে আপনি কিস ০৯ সিএম লেখা কী ফাইল ডাউনলোড করবেন উদাহরণ সরুপ নিচের ছবিটি লক্ষ করুন।
যে কী ফাইল টি আপনি নামাবেন তাতে ক্লিক করার পর আর একটি উইন্ডো ওপেন হবে সেই পেজে আপনি কী ফাইল এর ডাউনলোড লিঙ্ক পাবেন।
কী ফাইল ডাউনলোড হয়ে গেলে এবার এক্টিভেশন এর পালা।
আপনি প্রথমে দুইটি অপশন পাবেন তার একটি হচ্ছে এক্টিভেশন কোড এক্টিভ অন্যটি ট্রায়াল ভারশন
পিসির নেট লাইনটা খুলে ট্রায়াল ভারশন এ টিক দিয়ে নেক্সট বাটন এ ক্লিক করুন দেখবেন আর একটি অপশন এসেছে
এক্টিভেট উইথ কী ফাইল
এবার ব্রাউজ বাটনে ক্লিক করে কী ফাইলটা চিনিয়ে দিন।
ব্যাস কাজ শেষ এবার পিসির নেট লাইনটা পুনরায় সংযোগ করুন এবং আপডেট করুন।
অনুরুপভাবে আপনি ক্যস্পারস্কাই এন্টিভাইরাস ও ব্যবহার করতে পারেন ।
বিঃদ্রঃ এই পন্থায় ক্যাস্পারস্কাই ইন্টারনেট সিকিউরিটি ২০১০ ব্যবহার করলে মাঝে মাঝে কী ব্ল্যাক লিস্ট হয়ে যাবে কোন চিন্তা নাই উপরে উল্লেখিত সাইট থেকে নতুন একটা কী ফাইল নামিয়ে পুনরায় এক্টিভেট করে নিলেই চলবে।
বর্তমান সময়ে যোগাযোগের অন্যতম উপায় হচ্ছে ই-মেইল। ই-মেইল ছাড়া অফিস পরিচালনার কথা ভাবাই যায় না। এই ই-মেইল এখন মোবাইলেও ঢুকে গেছে।
এই ই-মেইল পাঠানোর জন্য আমরা সাধারনত অফিস আউটলুক বা মজিলা ফায়ার ফক্স এর থান্ডারবার্ড ব্যবহার করে থাকি।
এখন আমি আপনাদের কে এমন একটি সফটোয়ার এর কথা বলব যার সাহায্যে আপনি মেইল পাঠাবেন আরো বেশি নান্দনিক ভাবে।
যার নাম ইন-ক্রিড মেইল।
অনেকেই এর নাম শুনে বা নিজে ব্যবহার ও করে থাকবেন লেখাটা তাদের জন্যই যারা এ ব্যপারে ওয়াকিবহাল নন।
আর একটি কথা এর ব্যবহার অনেকটাই অফিস আউটলুক এর মত কাজে নো চিন্তা।
কি বিশেষ গুন রয়েছে যার কারনে আপনি ইন-ক্রিড মেইল ব্যবহার করবেন।
১.লেটার প্যাড (সুন্দর ব্যাকগ্রাউন্ড,এনিমেটেড ব্যাকগ্রাউন্ড)
২.স্মাইলি (জটিল কিছু স্মাইলি)
৩.মেসেজ ওয়ারনিং (সুন্দর এনিমেটেড মেসেজ ওয়ারনিং)
৪.লেটার ক্রিয়েটর (নিজের প্রতিভা বিকাশের জন্য তৈরী করুন নিজের লেটার প্যাড )
৫.স্কিন চেঞ্জার (নিজের পছন্দ অনুযায়ী পরিবর্তন করুন)
৬.মেইল সেন্ড (এনিমেটেড আকারে মেইল সেন্ড ও ওপেন হয়)
চিত্র গুলি দেখুন আশা করি আপনার ভাললাগবে।
ও
ডাউনলোড করতে মন চায় ক্লিক মারেন তবে এইখানে
আর কোন সমস্যা হলে আমি তো আছি।
আন-কমন জিনিস ব্যবহার করার মজাই আলাদা। পুরা অফিসে অন্য সবার কম্পিউটার থেকে আমার কম্পিউটারের স্টাইল আলাদা মানে আন কমন তার একটু নমুনা সরুপ নিচের ছবিটি দেখেন।
আমার কাছে এই থিমটা খুব পছন্দ হইছে। কি বলেন আপনারা।
আপনার মনে যদি সাধ জাগে আপনার কম্পিউটার খানা কে এরুপ করিবেন
তাহলে পড়ুন আর সেই মোতাবেক কাজ করুন।
ওয়েব পেজটিতে যান সেইখানে ডান পাশে ডাউনলোড বোতামে ক্লিক করে
আপনার ইমেইল এড্রেস দিন
এরপর আপনি যে অপারেটিং সিস্টেম ব্যবহার করেন সেইটি ফাইলটি ডাউনলোড করুন
ডাউনলোড শেষ হয়ে গেলে সফটোয়ারটি
সেটাপ করুন
আপনার ডেস্কটপে একটা সর্টকার্ট কী(এলিয়েন এর মাথা সম্বলিত) পাবেন উহাতে ক্লিক করে নিচের চিত্রের মত যে কোন একটা থিম পছন্দ করুন
এপ্লাই বাটনে ক্লিক করুন।
কী মজা আপনার ডেস্কটপ আগের চেয়ে বদলে গেছে।
বিনি পয়শায় এত সুন্দর এক্সপি থিম আমি আর পাই নাই।
নোটপ্যাড ব্যবহার করে কমান্ড প্রম্পেট চালু করুন
Author: orin / লেবেলসমূহ: কমান্ড প্রম্পেটকমান্ড প্রম্পেট
উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর একটি গুরুত্তপূর্ন চালক।আমার জানি এই কমান্ড প্রম্পেট ব্যবহার করে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর অনেক কাজ করা যায়।
এবং এটাও জানি যে কারো কম্পিউটার চালু অবস্থায় থাকলে যে কোন ব্যাক্তি ওই ইউজারের পাসোয়ার্ড চেঞ্জ করতে পারে সেই ক্ষেত্রে অনেকে কম্পিউটারের এই অপশনটি বন্ধ করে রাখতে পারে। এখন আপনি যদি ওই কম্পিউটারে কমান্ড প্রম্পেট ব্যবহার করে কোন কাজ করতে চান তখন নিচের পদ্ধতি অবলম্বন করে সহজেই তা করতে পারেন।
কাজটি খুব ছোট
প্রথমে নোটপ্যাড চালু করুন টাইপ করুন (ছি ও ও এম এম এ এন ডি) command
এবং ফাইল’টি যে কোন নাম ব্যবহার করে নামের শেষে (ডট বিএটি) .bat ফাইল নামে সংরক্ষন করুন।
এবার ওই ফাইল’টি ওপেন করুন।
কাজ হয়ে গেছে।
ফক্সি প্রক্সি
Author: orin / লেবেলসমূহ: ফক্সি প্রক্সিআমি যে এড অনটার কথা বলব তার নাম ফক্সি প্রক্সি
খুব কাজের একটা এড অন ইহা ব্যবহার করত আপনি আপনার আই পি এড্রেস পরিবর্তন করতে পারবেন আর জানেন ই তো আই পি এড্রেস পরিবর্তন করতে পারলে আপনি ইচ্ছা মত যে কোন সাইট ভিজিট করতে পারবেন যদিও তা আপনার নেটওয়ার্ক সার্ভিস প্রভাইডার বন্ধ করে রাখে।
বোধ করি অনেক সময় অনেকেই এই ধরনের অভিযোগ করে থাকেন যে এই সাইট ব্লক করছে নেট লাইনের উপর কড়া নজরদারি চলছে। এই সকল বাধা দূর করুন শান্তিতে থাকুন আরামে থাকুন
কথা বলতে বলতে সময় নস্ট করছি এইবার শুনেন কিভাবে উহা করিবেন।
প্রথমে নিচে
মজিলা ফায়ার ফক্স এর এড-অন পেজটিতে যান।
এড টু ফায়ার ফক্স বোতামে চাপ দিন।
এড হইয়া গেলে ফায়ার ফক্স পুন্রায় চালু করুন।
আপনার ফায়ার ফক্স আপনাকে ফক্সি প্রক্সি এর ওয়েব পেজে লইয়া যাইবেক।
সেইখানে একখানা বানী সহ চিত্র (ভিডিও) পাইবেন উহা একবার দেখিলেই আপনার দিব্য চক্ষু খুলিয়া যাইবেক।
বানী সহ চিত্র (ভিডিও)
তাহার পর-ও যাহারা সমস্যা বোধ করিবেন তাহারা আমাকে ইমেইল করিতে পারেন (যদিও জানি লাগিবে না)
ব্যাক্তিগত তথ্য লুকোনো অবস্থায় কারও নিকট পাঠাতে চান
Author: orin /
যদি আপনি আপনার কোন ব্যাক্তিগত তথ্য লুকোনো অবস্থায় কারও নিকট পাঠাতে চান
(যেমন চেয়েছিলো আল কায়েদা নেট-ওয়ার্ক এর লোকজন)
তাহলে এই টিপসটি আপনার কাজে আসবে। প্রথমে আপনার ডেস্কটপে জেপিজি ফরম্যাট এর একটি ছবি নিন(ধরি, image.jpg) এবং যে ফাইলটি লুকানো অবস্থায় কারও নিকটা পাঠাতে চান সেই ফাইলটি আনুন(ধরি, music.mp3)। এরপর music.mp3 ফাইলটিকে জিপ ফোল্ডারে রুপান্তরিত করুন(ফাইলটির উপরে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করুন এরপর Send to -> Compressed (zipped) Folder এ ক্লিক করুন)। দেখবেন একটি নতুন জিপ ফাইল(music.zip) রেডি হয়েছে। এখন Start Menu -> Run এ cmd লিখে এন্টার দিয়ে কমান্ড প্রম্পট চালু করুন। এবার নিচের কমান্ডগুলো একে একে লিখে এন্টার দিন।
cd desktop
copy /b image.jpg + music.zip final.jpg
ডেস্কটপে final.jpg নামে এটা ফাইল তৈরী হবে যা ওপেন করলে image.jpg এর মতই দেখাবে কিন্তু এর music.mp3 ফাইলটি ও লুকোনো আছে। লুকোনো তথ্য যদি দেখতে চান নিচের কমান্ডটি দিন।
ren final.jpg final.zip
final.jpg ফাইলটি final.zip হয়ে যাবে এবং এর ভেতরে music.mp3 ফাইলটি দেখতে পাবেন। কমান্ড না দিয়ে final.jpg ফাইলটিকে সরাসরি Winrar দিয়ে ও ওপেন করতে পারবেন।