উইন্ডোজ এক্সপি থিম সেটাপ

Author: orin / লেবেলসমূহ: , ,

আন-কমন জিনিস ব্যবহার করার মজাই আলাদা। পুরা অফিসে অন্য সবার কম্পিউটার থেকে আমার কম্পিউটারের স্টাইল আলাদা মানে আন কমন তার একটু নমুনা সরুপ নিচের ছবিটি দেখেন।


আমার কাছে এই থিমটা খুব পছন্দ হইছে। কি বলেন আপনারা।

আপনার মনে যদি সাধ জাগে আপনার কম্পিউটার খানা কে এরুপ করিবেন

তাহলে পড়ুন আর সেই মোতাবেক কাজ করুন।

প্রথমে নিচের লিঙ্কে ক্লিক করত


ওয়েব পেজটিতে যান সেইখানে ডান পাশে ডাউনলোড বোতামে ক্লিক করে

আপনার ইমেইল এড্রেস দিন

এরপর আপনি যে অপারেটিং সিস্টেম ব্যবহার করেন সেইটি ফাইলটি ডাউনলোড করুন

ডাউনলোড শেষ হয়ে গেলে সফটোয়ারটি

সেটাপ করুন

আপনার ডেস্কটপে একটা সর্টকার্ট কী(এলিয়েন এর মাথা সম্বলিত) পাবেন উহাতে ক্লিক করে নিচের চিত্রের মত যে কোন একটা থিম পছন্দ করুন



এপ্লাই বাটনে ক্লিক করুন।

কী মজা আপনার ডেস্কটপ আগের চেয়ে বদলে গেছে।

বিনি পয়শায় এত সুন্দর এক্সপি থিম আমি আর পাই নাই।