বর্তমানে আমরা কম্পিউটার ও ইন্টারনেট নির্ভর হয়ে গেছি। ইন্টারনেটে ব্রাউজ করা, ইমেইল চেক করা, চ্যাট করা ইত্যাদি এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। এই ক্ষেত্রে শিশুরা ও পিছিয়ে নেই। তারা এখন ইন্টারনেটের ব্যবহার জানে। এটা একটা ভাল দিক। তবে সব ভালর একটা খারাপ দিক থাকে যা মানুষকে এড়িয়ে চলতে হয়। ইন্টারনেটে শিশুদের জন্য খারাপ দিক হচ্ছে বিভিন্ন পর্নোগ্রাফিক সাইটগুলো। যা একটা শিশুর সুস্থ্য মানসিক বিকাশে বাধাগ্রস্ত করতে পারে। তাই আমাদেরকে শিশুদের ইন্টারনেট ব্যবহার করতে দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদেরকে এমন একটা সফটওয়্যারের সন্ধান দেব যা বিভিন্ন ক্ষতিকারক সাইটগুলো পিসিতে ব্লক করে দেবে।
নিচের লিঙ্ক থেকে K9 Web Protection সফটওয়্যারটি ডাউনলোড করুন। ডাউনলোড হয়ে গেলে সেটাপ শুরু করুন। সেটাপ করার সময় লাইসেন্স কোড চাইবে তখন গেট লাইসেন্স বাটনে ক্লিক করুন। একটা ওয়েব পেজ আসবে নাম আর ইমেইল দিন। আর কোথা থেকে K9 Web Protection এর কথা জানতে পারলেন তা জানান(www.banglaforum.com এর কথা বলুন :)) ওরা আপনাকে লাইসেন্স কোড সেন্ড করে দিবে।
ডাউনলোড লিঙ্ক
শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্রাউজিং
Author: orin / লেবেলসমূহ: ইন্টারনেট, কে৯, নিরাপদ, ব্রাউজিং, শিশুদের
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন