যদি আপনি আপনার কোন ব্যাক্তিগত তথ্য লুকোনো অবস্থায় কারও নিকট পাঠাতে চান
(যেমন চেয়েছিলো আল কায়েদা নেট-ওয়ার্ক এর লোকজন)
তাহলে এই টিপসটি আপনার কাজে আসবে। প্রথমে আপনার ডেস্কটপে জেপিজি ফরম্যাট এর একটি ছবি নিন(ধরি, image.jpg) এবং যে ফাইলটি লুকানো অবস্থায় কারও নিকটা পাঠাতে চান সেই ফাইলটি আনুন(ধরি, music.mp3)। এরপর music.mp3 ফাইলটিকে জিপ ফোল্ডারে রুপান্তরিত করুন(ফাইলটির উপরে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করুন এরপর Send to -> Compressed (zipped) Folder এ ক্লিক করুন)। দেখবেন একটি নতুন জিপ ফাইল(music.zip) রেডি হয়েছে। এখন Start Menu -> Run এ cmd লিখে এন্টার দিয়ে কমান্ড প্রম্পট চালু করুন। এবার নিচের কমান্ডগুলো একে একে লিখে এন্টার দিন।
cd desktop
copy /b image.jpg + music.zip final.jpg
ডেস্কটপে final.jpg নামে এটা ফাইল তৈরী হবে যা ওপেন করলে image.jpg এর মতই দেখাবে কিন্তু এর music.mp3 ফাইলটি ও লুকোনো আছে। লুকোনো তথ্য যদি দেখতে চান নিচের কমান্ডটি দিন।
ren final.jpg final.zip
final.jpg ফাইলটি final.zip হয়ে যাবে এবং এর ভেতরে music.mp3 ফাইলটি দেখতে পাবেন। কমান্ড না দিয়ে final.jpg ফাইলটিকে সরাসরি Winrar দিয়ে ও ওপেন করতে পারবেন।
ব্যাক্তিগত তথ্য লুকোনো অবস্থায় কারও নিকট পাঠাতে চান
Author: orin /
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন