ই-মেইল

Author: orin / লেবেলসমূহ:

বর্তমান সময়ে যোগাযোগের অন্যতম উপায় হচ্ছে ই-মেইল। ই-মেইল ছাড়া অফিস পরিচালনার কথা ভাবাই যায় না। এই ই-মেইল এখন মোবাইলেও ঢুকে গেছে।


এই ই-মেইল পাঠানোর জন্য আমরা সাধারনত অফিস আউটলুক বা মজিলা ফায়ার ফক্স এর থান্ডারবার্ড ব্যবহার করে থাকি।

এখন আমি আপনাদের কে এমন একটি সফটোয়ার এর কথা বলব যার সাহায্যে আপনি মেইল পাঠাবেন আরো বেশি নান্দনিক ভাবে।


যার নাম ইন-ক্রিড মেইল।


অনেকেই এর নাম শুনে বা নিজে ব্যবহার ও করে থাকবেন লেখাটা তাদের জন্যই যারা এ ব্যপারে ওয়াকিবহাল নন।

আর একটি কথা এর ব্যবহার অনেকটাই অফিস আউটলুক এর মত কাজে নো চিন্তা।

কি বিশেষ গুন রয়েছে যার কারনে আপনি ইন-ক্রিড মেইল ব্যবহার করবেন।


১.লেটার প্যাড (সুন্দর ব্যাকগ্রাউন্ড,এনিমেটেড ব্যাকগ্রাউন্ড)


২.স্মাইলি (জটিল কিছু স্মাইলি)


৩.মেসেজ ওয়ারনিং (সুন্দর এনিমেটেড মেসেজ ওয়ারনিং)


৪.লেটার ক্রিয়েটর (নিজের প্রতিভা বিকাশের জন্য তৈরী করুন নিজের লেটার প্যাড )


৫.স্কিন চেঞ্জার (নিজের পছন্দ অনুযায়ী পরিবর্তন করুন)


৬.মেইল সেন্ড (এনিমেটেড আকারে মেইল সেন্ড ও ওপেন হয়)


চিত্র গুলি দেখুন আশা করি আপনার ভাললাগবে।

ডাউনলোড করতে মন চায় ক্লিক মারেন তবে এইখানে

আর কোন সমস্যা হলে আমি তো আছি।