নোটপ্যাড ব্যবহার করে কমান্ড প্রম্পেট চালু করুন

Author: orin / লেবেলসমূহ:

কমান্ড প্রম্পেট

উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর একটি গুরুত্তপূর্ন চালক।আমার জানি এই কমান্ড প্রম্পেট ব্যবহার করে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর অনেক কাজ করা যায়।

এবং এটাও জানি যে কারো কম্পিউটার চালু অবস্থায় থাকলে যে কোন ব্যাক্তি ওই ইউজারের পাসোয়ার্ড চেঞ্জ করতে পারে সেই ক্ষেত্রে অনেকে কম্পিউটারের এই অপশনটি বন্ধ করে রাখতে পারে। এখন আপনি যদি ওই কম্পিউটারে কমান্ড প্রম্পেট ব্যবহার করে কোন কাজ করতে চান তখন নিচের পদ্ধতি অবলম্বন করে সহজেই তা করতে পারেন।

কাজটি খুব ছোট
প্রথমে নোটপ্যাড চালু করুন টাইপ করুন (ছি ও ও এম এম এ এন ডি) command
এবং ফাইল’টি যে কোন নাম ব্যবহার করে নামের শেষে (ডট বিএটি) .bat ফাইল নামে সংরক্ষন করুন।

এবার ওই ফাইল’টি ওপেন করুন।

কাজ হয়ে গেছে।