ক্যাস্পারস্কাই ইন্টারনেট সিকিউরিটি ২০১০(বিনামুল্যে)
আজকে কম্পিউটার এ সেট আপ করলাম প্রথম বারের মত অনেক কিছু নতুন করে সংযোজন করা হয়েছে ক্যাস্পারস্কাই এন্টিভাইরাস ২০১০ এ।
আপনারা যারা খবর রাখেন তারা জানেন যে ক্যাস্পারস্কাই এন্টিভাইরাস সেরা তিনটি এন্টিভাইরাস এর মধ্যে একটি।
এবার মূল প্রসংগে আসি কিভাবে আপনি বিনা মূল্যে ক্যাস্পারস্কাই এন্টিভাইরাস ব্যবহার করবেন । কি বিশ্বাস হচ্ছে না তাই না ইহাও সম্ভব !!
প্রথমে ক্যাস্পারস্কাই এর মূল ওয়েব সাইট হতে লেটেস্ট এন্টিভাইরাস ইঞ্জিন ডাউনলোড করে নিন।
এর পর আপনি বর্তমানে যে এন্টিভাইরাস ব্যবহার করছেন সেটিকে আন-ইন্সটল করুন এবং ক্যাস্পারস্কাই এন্টিভাইরাস সেটাপ চালিয়ে দিন ।
সেটাপ শেষ হয়ে গেলে ক্যাস্পারস্কাই এন্টিভাইরাস কে এক্টিভেট করতে হবে আর এক্টিভেট করার জন্য আপনার প্রয়োজন হবে এক্টিভেশন কী ফাইল আর এই এক্টিভেশন কী ফাইল ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে
এখানে উল্লেখ যে,কী ফাইল হতে আপনি কিস ০৯ সিএম লেখা কী ফাইল ডাউনলোড করবেন উদাহরণ সরুপ নিচের ছবিটি লক্ষ করুন।
যে কী ফাইল টি আপনি নামাবেন তাতে ক্লিক করার পর আর একটি উইন্ডো ওপেন হবে সেই পেজে আপনি কী ফাইল এর ডাউনলোড লিঙ্ক পাবেন।
কী ফাইল ডাউনলোড হয়ে গেলে এবার এক্টিভেশন এর পালা।
আপনি প্রথমে দুইটি অপশন পাবেন তার একটি হচ্ছে এক্টিভেশন কোড এক্টিভ অন্যটি ট্রায়াল ভারশন
পিসির নেট লাইনটা খুলে ট্রায়াল ভারশন এ টিক দিয়ে নেক্সট বাটন এ ক্লিক করুন দেখবেন আর একটি অপশন এসেছে
এক্টিভেট উইথ কী ফাইল
এবার ব্রাউজ বাটনে ক্লিক করে কী ফাইলটা চিনিয়ে দিন।
ব্যাস কাজ শেষ এবার পিসির নেট লাইনটা পুনরায় সংযোগ করুন এবং আপডেট করুন।
অনুরুপভাবে আপনি ক্যস্পারস্কাই এন্টিভাইরাস ও ব্যবহার করতে পারেন ।
বিঃদ্রঃ এই পন্থায় ক্যাস্পারস্কাই ইন্টারনেট সিকিউরিটি ২০১০ ব্যবহার করলে মাঝে মাঝে কী ব্ল্যাক লিস্ট হয়ে যাবে কোন চিন্তা নাই উপরে উল্লেখিত সাইট থেকে নতুন একটা কী ফাইল নামিয়ে পুনরায় এক্টিভেট করে নিলেই চলবে।